সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম পাতাল বিদ্যুৎ লাইন
সিলেট মহানগরীর শাহজালাল উপশহরে পরীক্ষামূলক ভাবে দেশের প্রথম পাতাল বিদ্যুৎ লাইন স্থাপন করা হচ্ছে।
সিলেট বিভাগ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় এ কাজটি করা হবে। আর প্রকল্পটি সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করবে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৪ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে গেছে, সিলেট বিভাগ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩ ও ১১ কেভি ক্যাবল লাইন, ৪০০ ভোল্টের নতুন ক্যাবল লাইন এবং ৩৩ ও ১১ কেভির ১৫টি উপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন সহ পুরনো লাইনকে নতুন লাইনে উন্নীত ও সংস্কার করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৬৭ কোটি টাকা। ৩ বছর মেয়াদের এ প্রকল্পের কাজ শেষ হবে ২০১৮ সালের ডিসেম্বরে। ইতোমধ্যে মন্ত্রীসভায় বিষয়টি উপস্থাপনের জন্য পাঠানো হয়েছে। এরপর একনেকে পাশ হলেই নতুন বছরের প্রথম দিকে প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রকল্প সচিব সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানিয়েছেন।
তিনি জানান, পাতাল বিদ্যুৎ লাইন বসাতে পরিকল্পিত শহরের প্রয়োজন। এ ক্ষেত্রে সিলেট মহানগরীর শাহজালাল উপশহর কিছুটা পরিকল্পনা মাফিক হওয়ায় পরীক্ষামূলক কাজটি সেখানেই করা হবে। সাড়ে ৭ কিলোমিটার ১১ কেভি লাইন মাটির নিচে স্থাপন করতে ১৫ কোটি ২৪ লাখ টাকা এবং ৪শ ভোল্টের ২৮ কিলোমিটার বর্তমান লাইনকে পাতাল লাইনে রূপান্তরিত করতে ৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।