সুদানে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৭০

দক্ষিণ সুদানে জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে ১৭০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  গুরুতর আহত হয়েছে আরও ৫০ জন।

বুধবার দেশটির রাজধানী জুবার পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় তথ্যমন্ত্রী চার্লস কিসাঙ্গার বরাত দিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

মন্ত্রী জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়‍া ট্যাংকারটি থেকে স্থানীয়রা জ্বালানি তেল সংগ্রহ করার সময় বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। তেলবাহী এ গাড়িটি জুবার পশ্চিমাঞ্চলের ইকুয়াতরিয়া যাচ্ছিল।

তিনি বলেন, যে লোকগুলো আহত হয়েছে তাদের অবস্থাও সংকটাপন্ন। আমাদের পর্যাপ্ত মেডিকেল সরঞ্জাম নেই এবং মনে হচ্ছে এই আহত লোকদেরও আমরা বাঁচাতে পারবো না। কারণ তাদের শরীরের বেশিরভাগ জায়গাই পুড়ে গেছে।

দারিদ্র্যপীড়িত অঞ্চলে এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং আহতদের যথাসাধ্য চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছে সরকার।