সুন্দরবন রক্ষায় জাতীয় কর্তৃপক্ষ গঠনের দাবি

বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সুন্দরবনকে রক্ষা করতে হলে আলাদা কর্তৃপক্ষ গঠনের বিকল্প নেই। যা হবে একটি স্বায়ত্বশাসিত কতৃপক্ষ। এতে দেশি-বিদেশি জলজ প্রাণী, উদ্ভিদ ও পশু-পাখি বিশেষজ্ঞরা থাকবেন। যারা সুন্দরবন রক্ষায় যাবতীয় করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে।
গতকাল সোমবার সিরডাপ মিলনায়তনে ‘ধ্বংসের মুখে সুন্দরবন: রক্ষার উপায় কী?’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ দাবি জানান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন বাপা সহ-সভাপতি অধ্যাপক এম ফিরোজ আহমেদ। বৈঠকে বক্তব্য রাখেন  তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাপার সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন প্রমুখ।
আবুল মকসুদ বলেন, সরকার সুন্দরবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে মনে হচ্ছে না। বর্তমানে সুন্দরবন রক্ষায় বন বিভাগ ও সংশ্লিষ্টরা যে দায়িত্ব পালন করছেন তা প্রথাগত নিয়ম অনুযায়িই করছেন। কিন্তু এভাবে কাজ করলে হাজার বছরের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা যাবে না। অচিরেই তা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী সুন্দরবন রক্ষার কথা বলেছেন। কিন্তু বন সংশ্লিষ্টরা তা কর্ণপাত করছেন না। এতে বোঝা যাচ্ছে, হয় প্রধানমন্ত্রীর কথার কোনো মূল্য নেই; নতুবা দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দেননি। তিনি বলেন, বন সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের ঘাড় টাকার দিকে ফেরাচ্ছেন। প্রধানমন্ত্রী এখনি এসব কর্তাব্যক্তিদের ঘাড় টাকাবিমুখ না করলে শুধু বন নয়; অনেক কিছুই ধ্বংস হবে। প্রধানমন্ত্রী সুন্দরবন ধ্বংসকারী ও টাকা খেকো এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রয়োজনে জনগণকে নিয়ে হলেও তাদের ঘাড় সোজা করতে হবে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন বিভাগ এখনও ১৯২৭ সালের ব্রিটিশ আইন দ্বারা পরিচালিত হচ্ছে। এ আইনে সুন্দরবন রক্ষা সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলা নেই। বন বিভাগের আইনের আমূল সংস্কার করা না হলে কখনই সুন্দরবন রক্ষা করা যাবে না। যে দুইটি জাহাজের সংঘর্ষে শেলা নদীতে তেলের ট্যাঙ্কার ডুবেছে সেই জাহাজগুলোর মালিকের ব্যাংক হিসাব জব্দ করার দাবি জানিয়ে তিনি বলেন, এদের ব্যাংক হিসাব জব্দ না করলে ওই এলাকার ক্ষতিপূরণ তোলা সম্ভব হবে না।