সুন্দরবন সংকটে সহায়তা দিতে এলেন জাতিসংঘের বিশেষজ্ঞরা
সুন্দরবনের শ্যালা নদীতে জাহাজ ডুবে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে সহায়তা দিতে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসেছে। সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে দলটি বুধবার ঢাকায় এসেছে বলে বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাতিসংঘের ঢাকা অফিসের এক কর্মকর্তা বলেন, জাতিসংঘের অগ্রবর্তী দল ঢাকায় এসেছে। তারা সরকারের সঙ্গে সমন্বয়ের প্রাথমিক কাজ করবেন। এরপর আরো একটি বিশেষজ্ঞ দল আসবে। তবে কবে আসবে তা জানা যায়নি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের দুর্যোগ ক্ষয়ক্ষতি নির্ণয় ও সমন্বয়বিষয়ক (ইউএনডিএসি) দলটি ক্ষয়ক্ষতি নিরূপণ, দুর্যোগ মোকাবেলায় করণীয় এবং ঝুঁকি কমিয়ে আনার বিষয়ে সহায়তা দেবে।