সুন্দলপুরে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দলপুর গ্যাস খনন প্রকল্পের ২ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ প্রকল্প থেকে পরীক্ষামূলক উত্তোলন শুরু হয়।
প্রকল্পের উদ্বোধনকালে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশদ ইসলাম জানান, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফলভাবে দেশের এ গ্যাস কূপের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। এ কূপে কি পরিমাণ গ্যাস মজুদ আছে তা এখনই বলা যাচ্ছে না।
২০০৪ সালের অক্টোবর মাসে কোম্পানীগঞ্জ উপজেলা সিরাজপুর ইউনিয়নের সুন্দলপুর-শাহজাদপুর গ্রামে ৫ একর জমি অধিগ্রহণ করে প্রকল্পের কাজ শুরু করে। এতে ৩ হাজার ২০০ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে ১ হাজার ৪০০ মিটার গভীরতার স্তরটি সবচেয়ে বড় ও সমৃদ্ধ। এখন সে স্তর থেকেই গ্যাস প্রবাহিত হচ্ছে।