সূর্যের অতি উজ্জল ছবি
সূর্যের খুবই স্পষ্ট, নিখুঁত আর উজ্জ্বল অর্থাৎ হাই ডেফিনেশন কিছু ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা- নাসা।
সংস্থাটির টেলিস্কোপ – সোলার ডায়নামিক্স অবজারভেটরি দিয়ে তোলা হয়েছে এসব ছবি, যাতে সূর্যের বিভিন্ন উজ্জ্বল রঙ আর ভিন্ন ভিন্ন জায়গায় একেক রকমের তাপমাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এসব ছবি পাশাপাশি রাখার পর দেখা গেছে, সৌরজগতের বৃহৎ এই তারকাটিতে কিছু সক্রিয় এলাকা কিভাবে সৌরঝড় বা সোলার স্টর্মের উৎস হিসেবে কাজ করছে।
সৌরজগতের কেন্দ্রে থাকা এই সূর্যের দূরত্ব পৃথিবী থেকে প্রায় দেড়শো মিলিয়ন কিলোমিটার।
আমাদের এই গ্রহে প্রাণের অস্তিত্বের জন্য অপরিহার্য্য জ্বালানীর সবচে গুরুত্বপূর্ণ উৎসও এই তারকাটি- যা দেখতে উত্তপ্ত একটি প্লাজমা বলের মতো।
৯৮ শতাংশ হাইড্রোজেন আর বাকি ২ শতাংশ হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি এই সূর্য।
ধারণা করা হয় আজ থেকে সাড়ে চার বিলিয়ন বছরেরও আগে এই তারকাটির সৃষ্টি হয়েছিলো।
বিজ্ঞানীরা মনে করেন, একেবারে শুরু থেকে এখনও পর্যন্ত সূর্যের তেমন কোনো পরিবর্তন ঘটেনি। ধারণা করা হয়, আরো চার বিলিয়ন বছর এই তারকাটি এই একই রকমের থাকবে।