সেপ্টেম্বর মাসের জন্য বাড়ল এলপিজির দাম
নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। চলতি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর গাড়িতে ব্যবহার্য প্রতি লিটার অটোগ্যাস ২ টাকা ৫৬ পয়সা বেড়ে হয়েছে ৬৫ টাকা ২৬ পয়সা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার নতুন দাম ঘোষণা করে। এসময় কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১১৪ টাকা ৭৯ পয়সা থেকে বাড়িয়ে ১১৮ টাকা ৪৪ পয়সা করা হয়েছে।
বাজারে সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি ওজনের সিলিন্ডার আছে।
বিইআরসি জানায়, সৌদি আরামকোর মাধ্যমে নির্ধারণ করা দাম অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টনে ৫৯৮ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনায় নিয়ে এলপিজির নতুন দর নির্ধারণ করা হয়েছে।
জুলাই মাসে ১২ কেজি এলপিজির দাম ৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা করা হয়। আগস্টেও ১১ টাকা বাড়িয়ে করা হয় ১ হাজার ৩৭৭ টাকা।
ব্যবসায়ীরা নির্ধারণ করা দামের চেয়ে বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিইআরসি।