সৌর গাড়ি তৈরি করেছে ভারতের একদল শিক্ষার্থী
সৌর গাড়ি তৈরি করেছে ভারতের কর্ণাটকের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
শুক্রবার ব্যঙ্গালুর শহরের শ্রীরাম কলেজ অব ইঞ্জিনিয়ারিং- এর শিক্ষার্থীরা তাদের তৈরি সৌরগাড়িটি ক্যাম্পাসে প্রদর্শন করে। শিক্ষার্থীরা জানায়, দিন দিন জ্বালানি খরচ ও পরিবেশ দূষণ বেড়েই চলেছে। এ কারণে জ্বালানি খরচ ও পরিবেশ দূষণ কমাতে এ ধরনের গাড়ি যথেষ্ট সহায়তা করবে। তারা আরো জানায়, পরিবেশবান্ধব এ গাড়ির ব্যাটারি চার্জ করতে ব্যবহার করা হবে সোলার প্যানেল।