সৌর প্যানেলের আমদানি উপর শুল্ক প্রত্যাহারের দাবি
বাজেটে সৌর প্যানেলের আমদানির উপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউবেল এনার্জি অ্যাসোসিয়েশন। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৯ সালে সৌর প্যানেল আমদানিতে শুল্কসহ ভ্যাট ট্যাক্সের আওতামুক্ত রাখায় দেশের তিন কোটি গ্রামীণ জনগণ কম মূলে বিদ্যুৎ পেয়েছে। দেশে ৪৫ লাখের বেশি সোলার হোমসিস্টেম স্থাপন করা হয়েছে। সৌর বিদ্যুতের মাধ্যমে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রস্তাবিত বাজেটে সৌরপ্যানেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা না হলে এ অগ্রগতি থেমে যাবে।
২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে সৌর প্যানেল আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক আরোপ হলে ভোক্তা পর্যায়ে সৌর প্যানেলের দাম ৪৫ থেকে ৫০ শতাংশ বাড়বে। এতে সরকারের এসডিজি বাস্তবায়ন পিছিয়ে পড়বে।
এ সময় সনংগঠনের সভাপতি দিপাল চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, ইডকলপিও ফোরামের সহ-সভাপতি নেসার এম খান প্রমুখ উপস্থিত ছিলেন।