হাইকোর্টের নির্দেশের পর বিদ্যুৎ বিল সমন্বয় হবে তো?



বিতরণ সংস্থাগুলোকে মিটারের প্রকৃত রিডিংয়ের সাথে সমন্বয় করে বিদ্যুৎ বিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী দু’মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
করোনার কারণে মার্চ থেকে জুন মাসে মিটার রিডিং ছাড়াই বিদ্যুৎ বিল আদায় করা হয়।
৫ই অক্টোবর গ্রাহকদের অতিরিক্ত বিল সমন্বয়ের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ক্যাবের আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন বাদী হয়ে এ রিট করেন।
বাড়তি বিল আদায়ের জন্য বিতরণ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা কেন বেআইনি ঘোষণা করা হবে না- জানতে চাওয়া হয়েছে রুলে।
এখন এসব রুল আদেশের পরও ভোগান্তি কমবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। দীর্ঘদিনের এই সমস্যার অবসান জরুরি। আর যেন এই ভোগান্তি পোহাতে না হয়।
অনেক গ্রাহক বাড়তি বিল পেয়েও অভিযোগ করেননি। করোনা সংক্রমণের কারণে লাইনে দাঁড়িয়ে অভিযোগ না করে যে বিল দেয়া হয়েছে, সে বিল মেনে নিয়েছেন। এসব গ্রাহকদের বিলও সমন্বয় করা হোক।