হাজারীবাগে গ্যাস-বিদ্যুতের সংযোগ কাটা শুরু
আদালতের নির্দেশের পরও সাভারের চামড়া শিল্প নগরীতে না গিয়ে রাজধানীর হাজারীবাগে থেকে যাওয়া চামড়া কারখানাগুলোর গ্যাস-বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার বেলা ১২টা পর্যন্ত ৩০টি চামড়া কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তর।
শনিবার সকাল ১০টা থেকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডলের নেতৃত্বে ঢাকা জেলার দু্জন ও পরিবেশ অধিদপ্তরের দুজন ম্যাজিস্ট্রেট পরিষেবা সংযোগ কাটার অভিযান শুরু করেন।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, হাজারীবাগের চামড়া কারখানাগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ সব ধরনের ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করার কাজ নির্বিঘ্নে চলছে। তিনি জানান, আজকের মধ্যে কাজ শেষ করতে না পারলে আগামীকালও অভিযান চলবে। কেউ বাধা দিচ্ছে না, সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করছে।