হাতিয়া দ্বীপে হচ্ছে ১৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় হচ্ছে ১৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র।
সম্প্রতি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তেলভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রর অনুমোতি দেয়া হয়।
চলতি বছরের শেষ নাগাদ এই কেন্দ্র চালু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। বিদ্যুৎকেন্দ্র যেখানে করা হবে সেখানে মাটির বিভিন্ন পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে।
দেশ এনার্জি লিমিটেড এই কেন্দ্র নির্মাণ করবে। এখান থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুৎ ১২ দশমিক ১০ সেন্টে কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ১৫ বছর মেয়াদি চুক্তিতে করা এই কেন্দ্র করতে খরচ ধরা হয়েছে এক হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ টাকা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, সবক্ষেত্রে সৌর করা যাচ্ছে না। সাধারণত সৌর বিদ্যুৎকে গুরুত্ব দেয়া হচ্ছে। কিন্তু যেখানে সম্ভব নয়, সেসব বিশেষ বিশেষ জায়গায় বিকল্প পদ্ধতি অবলম্বন করা হবে।
বর্তমানে হাতিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুুই মেগাওয়াট ক্ষমতার কিছু পুরোনো জেনারেটর চালু আছে।