হুদহুদের প্রভাব সেন্টমার্টিনে আটকা পড়েছে শতাধিক পর্যটক

ঘুর্নিঝড় হুদহুদের কারনে ৫ শতাধিক পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছে। সংকেত বেড়ে যাওয়ায় শনি ও রবিবার টেকনাফ থেকে কোন জাহাজ সেন্টমার্টিন যেতে না পারায় সেখানে অবস্থান করা পর্যটকরা আটকা পড়ে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন পর্যটকদের আটকে পড়ার সংবাদ নিশ্চিত করে জানিয়েছেন, ঘুর্নিঝড় পূর্বাভাস দেখা দেওয়ায় আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সংকেত শুরু হওয়ার পর থেকে সেন্টমার্টিন গমনকারী পর্যটকরা যাতে রাত্রীযাপন না করে সে ব্যাপারে চলাচলকারী জাহাজ গুলোতে মাইকিংয়ের জন্য লিখিত নির্দেশনা দেওয়া হয়েছিল। তারপরও অনেক পর্যটক অমান্য করে থেকে যায়। আবার অনেকে সংকেত শুরুর আগে থেকেই সেন্টমার্টিনে অবস্থান করছিল। তবে আটকা পড়া পর্যটকদের যাতে কোন সমস্যা না হয় এবং ঘুর্নিঝড় মোকাবেলায় প্রশাসন সতর্ক রয়েছেন বলে জানান তিনি।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুরুল আমিন জানান, আটকা পড়া পর্যটকরা যাতে সমস্যায় না পড়ে সেব্যাপারে স্থানীয় প্রশাসন খোঁজ খবর রাখছে। হোটেল রেষ্টুরেন্ট গুলো যাতে স্বাভাবিক অবস্থার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় না করে সেব্যাপারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া রেষ্টুরেন্ট গুলোতে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই বলে জানান তিনি।