নয়টি তেল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ক্রয় কমিটিতে

তেল ভিত্তিক নতুন এক হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। প্রতিটি একশত মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ১০টি কেন্দ্র স্থাপন করা হবে। সকল কেন্দ্র স্থাপনের যোগ্য কোম্পানি নির্বাচন করেছে পিডিবি। এগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, ১০টির মধ্যে প্রথমে সাতটি কেন্দ্র অনুমোদনের জন্য ক্রয় কমিটিতে পাঠানো হয়। নতুন করে দুটো কেন্দ্রর প্রস্তাব ক্রয় কমিটিতে পাঠানো হচ্ছে। আর একটির বিষয়ে এখন বিদ্যুৎ বিভাগ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানা গেছে।

সূত্র জানায়, বিদ্যুৎ সচিব দেশে না থাকায় গত সপ্তাহের ক্রয় কমিটিতে প্রস্তাব তোলা হয়নি। নতুন করে কমিটির আগামী বৈঠকে এগুলো তোলা হতে পারে বলে জানা গেছে।

চাঁদপুর, চৌমুহনী (নোয়াখালি), বাগেরহাট, বগুড়া, জামালপুর, ফেনী, মেঘনাঘাট, ঠাকুরগাঁও, রংপুর ও শান্তাহারে মোট ১০টি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্রগুলো বেসরকারিভাবে স্থাপন করা হবে। যে কোম্পানি এই কেন্দ্র স্থাপন করবে তারাই অর্থ যোগান দেবে এবং পরিচালনা করবে। অর্থাৎ বিওও (বিল্ড, ওন, অপারেট) পদ্ধতিতে হবে।

বাগেরহাট ও শান্তাহার কেন্দ্রর জন্য বিদ্যুৎ বিভাগ থেকে কিছু তথ্য যাচাই করতে পিডিবিতে পাঠানো হয়। এজন্য প্রথমে ১০টি কেন্দ্রর প্রস্তাব একসাথে ক্রয় কমিটিতে দেয়া হয়নি। পিডিবি বিদ্যুৎ বিভাগের কাছে সকল ব্যাখ্যা উপস্থাপন করেছে বলে জানা গেছে। পিডিবি’র ব্যাখ্যায় বলা হয়েছে, সংশ্লিষ্ঠ কোম্পানি নিজস্ব খরচে উপকেন্দ্র, প্রয়োজনীয় সঞ্চালন লাইনসহ অন্যান্য  স্থাপনা করবে। পিডিবি’র এই প্রতিবেদন পাওয়ার পর ক্রয় কমিটিতে নতুন করে এই দুটো কেন্দ্রর প্রস্তাবও পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।