১২ দিন পর এলএনজি সরবরাহ শুরু

পাইপের ত্রুটি সারিয়ে ১২ দিন পর তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ শুরু হয়েছে।বৃহষ্পতিবার সকাল থেকে এই গ্যাস সরবরাহ শুরু হয়। তবে আমদানি করা গ্যাসের মজুদ কম থাকায় সরবরাহও কমিয়ে দেয়া হয়েছে।

জানা গেছে, ভাসমান জাহাজে গ্যাস কম থাকায় ১০ কোটি ঘনফুট কম সরবরাহ করা হচ্ছে। আগে করা হতো ৩৩ কোটি ঘনফুট। এখন দেয়া হচ্ছে ২০ কোটি ঘনফুট। নতুন জাহাজ আসলে আবার সরবরাহ বাড়ানো হবে। আগামী ২১শে নভেম্বর আমদানি করা গ্যাসের নতুন জাহাজ আসবে। তখন সরবরাহ বাড়ানো হবে। পাইপে ত্রুটির কারণে কাতার থেকে গ্যাস নিয়ে জাহাজ আসতে নিষেধ করা হয়েছি। এখন আবার তা আনতে বলা হয়েছে বলে জানা গেছে।

৩রা নভেম্বর সরবরাহ লাইনে ত্রুটির কারণে এই ক’দিন আমদানি করা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। সেদিন সর্বোচ্চ ৩৩ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছিল। আর বৃহষ্পতিবার করা হয়েছে ২০ কোটি ঘনফুট।