১৯ জুলাই পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা
আসন্ন ঈদে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখতে আগামী ১০ থেকে ১৯ জুলাই দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।
মঙ্গলবার বিয়াম মিলনায়তনে এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। আসন্ন ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘœ করার লক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় রেলপথমন্ত্রী মুজিবুল হক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক, আইজিপি শহিদুল হক, র্যাবের ডিজি বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, ঈদের তিনদিন আগে ও পরের তিনদিন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক, কর্ভাড ভ্যান ও লরী বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্ট পণ্য, ওষুধ, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।