২০১৫ সালে ১০০ কোটি ব্যারেল তেল রফতানি করেছে ইরাক
২০১৫ সালে প্রায় একশ’ কোটি ব্যারেল জ্বালানি তেল রফতানি করেছে ইরাক। দেশটির তেল মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
আর এই তেল বিক্রি হয়েছে গড়ে ৪৪ ডলার ৭৪ সেন্ট দরে। আন্তর্জাতিক বাজার দাম কমলেও বিশ্বের ৫ম বৃহত্তম তেল উত্তোলক দেশ ইরাক উৎপাদন বাড়ানোর দিকে সর্বোচ্চ নজর দিয়েছে।
কারণ তেলের দাম কমায় দেশটির আয় কমে গেছে। তাই আয়-ব্যয়ের ভারসাম্য রাখতে বেশি তেল উত্তোলন ও রফতানি করছে ইরাক। এদিকে,২০১৮ সালের পর থেকে ইরাকের তেলের মজুদ কমে যাবে বলে সম্প্রতি এক পূর্বাভাস দিয়েছে মরগ্যান স্ট্যানলি।