২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ: প্রতিমন্ত্রী
২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎপ্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি জানান, বর্তমানে সরকারি খাতে ৪ হাজার ৮৫ মেগাওয়াট ক্ষমতার ১৪টি এবং বেসরকারি খাতে ২ হাজার ১০ মেগাওয়াট ক্ষমতার ১৩টি বিদ্যুৎকেন্দ্রসহ মোট ৬ হাজার ৯৫ মেগাওয়াট ক্ষমতার ২৭টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন আছে। এসব বিদ্যুৎকেন্দ্র ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে বলে আশা করা যায়। এ ছাড়া আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কার্যক্রম চলছে। প্রতিবেশী দেশগুলো থেকে ভবিষ্যতে আরো বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে।
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের অপর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমান বিদ্যুতের উৎপাদন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার আসন্ন গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সংকট থাকবে না। চাহিদার পরিপ্রেক্ষিতে প্রায় ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। গ্রীষ্ম মৌসুমে চাহিদা পূরণের লক্ষ্যে বিদ্যুৎকেন্দ্রগুলো নিয়মিত মনিটরিং ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে চালু রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের দুই বছরে দেশে ৪৬ হাজার ৫৫৩ কিলোমিটার বিতরণ লাইন স্থাপন করা হয়েছে।
ভোলা-৩ আসনের সংসদ নুরুন্নবী চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দৈনিক গড়ে প্রায় ২ হাজার ৭৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৮ হাজার ৬০০টি আবাসিক প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে।