২০২৪ সাল: ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছতে পারে জ্বালানি তেল

অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২০২৪ সালে ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছতে পারে— এমন পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। এর আগে প্রতিষ্ঠানটি আগামী বছরের জন্য ব্যারেলপ্রতি ৯৩ ডলারের পূর্বাভাস দিয়েছিল। বৈশ্বিক বাজারে চাহিদা-সরবরাহের ঘাটতি বাড়ায় পূর্বাভাস সংশোধন করেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স/ বণিক বার্তা

ক্রমবর্ধমান চাহিদা বাড়ায় এবং সরবরাহ কমায় বাজারে ঘাটতি দেখা দিয়েছে। ফলে ওপেক প্লাস জোটভুক্ত দেশগুলোর পরিকল্পনা অনুযায়ী অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের ব্যারেলপ্রতি দাম ৮০-১০৫ ডলারের মধ্যে ধরে রাখতে সক্ষম হবে বলে মনে করেন গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা।

চাহিদার বিপরীতে সরবরাহ কমে যাওয়াকেই দাম বাড়ার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা। গ্রাহকদের জন্য প্রকাশিত এক নোটে গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা বলছেন, ‘যুক্তরাষ্ট্র অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে। তবে ওপেক প্লাস জোট যেভাবে সরবরাহ কমিয়েছে তাতে ঘাটতি পূরণ সম্ভব হয়নি। অন্যদিকে, ক্রমবর্ধমান চাহিদার ফলে দাম বেড়েই চলছে।’

জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস লম্বা সময় ধরেই উত্তোলন কমাচ্ছে। ৫ সেপ্টেম্বর জোটটি চলতি বছরের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলছে, এতে চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি প্রকট আকার ধারণ করতে পারে। চলতি ও আগামী বছরও পণ্যটির চাহিদা অব্যাহত বাড়বে বলে মনে করছে সংস্থাটি।

ওপেকের পাশাপাশি রাশিয়াসহ কিছু দেশের জোট ‘‌ওপেক প্লাস’ ২০২২ সাল থেকেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়াতে উত্তোলন কমাতে শুরু করে। ওপেক প্লাসের গুরুত্বপূর্ণ দুই সদস্য সৌদি আরব ও রাশিয়া। জোটের সঙ্গে চুক্তি অনুযায়ী উত্তোলন কমানোর পাশাপাশি এককভাবেও দেশ দুটি উত্তোলন কমাচ্ছে। আগামী বছরের শেষ পর্যন্ত উভয় দেশ দিনে ১৩ লাখ ব্যারেল করে উত্তোলন কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। এর প্রভাবে চলতি মাসে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৯৪ ডলার পর্যন্ত উঠেছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ওপেক প্লাসের সদস্য দেশগুলোর দৈনিক অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ২৫ লাখ ব্যারেল করে কমেছে। ২০২৪ সালে ওপেক প্লাস উত্তোলন কিছুটা বাড়াবে এবং সৌদি আরবও এককভাবে অতিরিক্ত উত্তোলন কমানোর সিদ্ধান্ত থেকে ক্রমান্বয়ে বের হয়ে আসবে বলে মনে করেন গোল্ডম্যান বিশ্লেষকরা। তারা বলছেন, ‘‌মনে হচ্ছে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে সৌদি আরব উত্তোলন বাড়াবে। এককভাবে দৈনিক ১০ লাখ ব্যারেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত থেকে দেশটি তখন ধীরে ধীরে বেরিয়ে আসবে। তবে ওপেক প্লাস জোটের আট সদস্যের সঙ্গে আগামী বছরজুড়ে দৈনিক দৈনিক ১৭ লাখ ব্যারেল উত্তোলন কমানো অব্যাহত রাখবে।’

সম্প্রতি ফিউচার মার্কেটে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৯৩ ডলারে লেনদেন হয়েছে। জ্বালানিটির দাম জুন স্তরের থেকে ৩০ শতাংশ বেড়ে গত মঙ্গলবার ১০ মাসের রেকর্ড সর্বোচ্চ ৯৫ ডলার ৯৬ সেন্টে উঠেছিল।

গোল্ডম্যান বিশ্লেষকদের মতে, আগামী বছর অর্থনৈতিক সংকট কিছুটা কমে আসবে। এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা দৈনিক ১৮ লাখ ব্যারেল বাড়বে। তবে পরিস্থিতি যা-ই হোক ওপেক ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৮০ ডালারের নিচে দেখতে চায় না। আবার ১০৫ ডলারের ওপরেও উঠতে দিতে চায় না।