২৭ জানুয়ারি শুরু হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি মেলা
আগামী ২৭ জানুয়ারি শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এক্সপো-১৬’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইন্সটিটিউট ও বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটি একটি জাতীয় সেমিনার ও এই প্রদর্শনীর আয়োজন করছে। শক্তি ইনস্টিটিউটের এনার্জি পার্কে ২৯ জানুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়নে এক সংবাদ সম্মেলেনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইন্সটিটিউটের অধ্যাপক ড. এসএম নাসিফ সামস, এক্সপো কমিটির যুগ্ম আহ্বায়ক বলরাম বাহাদুর, সোলার গ্রিড সভাপতি আবদুল হালিম মৃধা প্রমুখ।
সাইফুল হক বলেন, বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি সৌর বিদ্যুৱ উৱপাদনের জন্য উপযোগি। প্রাকৃতিক সম্পদে সম্মৃদ্ধ বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি সৌর বিদ্যুত উৎপাদনের জন্য উপযোগি। তাই একটু সঠিক ব্যবহারের মধ্য দিয়ে এই সৌর শক্তিকে কাজে লাগিয়ে সরকার বিদ্যুৎ উৎপাদনের কাঙ্খিত সাফল্য পৌঁছাতে পারে। তিনি বলেন, বর্তমান সরকারের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুত পৌচ্ছে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ধীন। এছাড়া ২০৩০ সালের মধ্যে জাতীয় গ্রিডে মোট বিদ্যুত ১০ শতাংশ সৌর বিদ্যুত যোগ করতে হলে সৌর বিদ্যুত উৎপাদনের জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে।
জাতির উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সূর্যের আলো থেকে উৎপাদিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে বলেও জানান তিনি ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীর উদ্বোধন করবেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ঢাবি উপচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রদর্শনীতে এসআরইডিএ, আইডিসিওএল, বাংলাদেশ ব্যাংক গ্রিন ব্যাংকিং বিভাগ, জিআইজেড, প্রাকটিকেল অ্যাকশন, বিসিএসআইআর, বিএইসি, রহিম আফরোজ, বেস্টওয়ে পাওয়ারটেক, অ্যানার্জিপ্যাক, গ্রামীণ শক্তি, জিটিএস গ্রুপ, এলআইসি সোলার, ইন্ট্রাকোসহ বিভিন্ন গবেষণা ও উন্নয়ন এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশ নেবে।