৫ নভেম্বরের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রে যোগদান নইলে জরিমানা

আগামী ৫ই নভেম্বরের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজে যোগ দিতে হবে স্পেনের কোম্পনি আইসোলেক্সকে। নইলে উচ্চহারে জরিমানা করা হবে।তবে কোন নোটিশ না দিয়ে বিদ্যুৎ কেন্দ্র এলাকা ছেড়ে যাওয়ার জন্য জরিমানা করা হবেই।
বেধে দেয়া সময়ের মধ্যে কাজে যোগ দেয়ার আ্শ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এডুয়ার্ডো দ্য লাইজিয়েসিয়া।
রোববার সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বৈঠক করেন স্পেনের রাস্ট্রদূত। বৈঠকে প্রতিমন্ত্রী বিদেশীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এই নিরাপত্তা অব্যাহত থাকবে বলে জানান। প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে আইসোলেক্সকে দ্রুত কাজে যোগ দিতে বলেন।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নিরাপত্তার সার্বিক দিক নিয়ে আলোচনা হয়েছে। ৫ই নভেম্বরের মধ্যে তারা কাজে যোগ দেবে। সমায়িক কাজ বন্ধ রাখার জন্য কোন জরিমানা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, চুক্তি অনুযায়ি এবিষয়ে তাদের জরিমানা দিতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে এমন কোন অবস্থা বিরাজ করছে না যে কাজ ছেড়ে চলে যেতে হবে। সব কিছু স্বাভাবিক আছে। প্রতিমন্ত্রী বলেন, যেখানে বিদেশীরা কাজ করছিল তা ছিল সর্বোচ্চ নিরাপদ এলাকা, কেপিআই ভূক্ত। বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার কোন সমস্যা নেই, আগেও ছিল না। তাছাড়া বাংলাদেশের কোথাও নিরাপত্তার সমস্যা নেই। এই অবস্থায় নিরাপত্তার কথা বলে চুক্তি মত কাজ শেষ না করে কেউ চলে যেতে পারে না।
রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অবস্থা ধীরে ধীরে ভাল হচ্ছে। আশা করছি দ্রুত সময়ে আইসোলেক্স তাদের কর্মীদের কাজে যোগ দিতে নির্দেশ দেবে।
বৈঠকে জানানো হয়, চুক্তি অনুযায়ি আইসোলেক্স এভাবে কাজ ছেড়ে চলে যেতে পারে না। কাজে যোগ না দিলে চুক্তি ভঙ্গ করা হবে। নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। চুক্তি অনুযায়ি প্রকল্প থেকে কর্মী প্রত্যাহারের সুযোগ নেই। কাজ শুরু না করলে সরকার সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। আইন অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।
এরআগেই আইসোলেক্সকে চিঠি দিয়ে চলে সর্তক করা হয়েছিল। চুক্তির কোন অনুচ্ছেদ অনুযায়ী তড়িঘড়ি কর্মী প্রত্যাহার করা হলো তাও চিঠিতে জানতে চাওয়া হয়েছিল।
আইসোল্যাক্স নামের স্পেনের এই কোম্পানি সরকারি খাতের তিনটি প্রকল্পের কাজ করছিল। ৫ই অক্টোবর পিডিবিকে লেখা এক চিঠিতে কোম্পানিটি নিরাপত্তার অজুহাতে প্রকল্প তিনটি  থেকে তাদের বিদেশি ৪১জন নাগরিককে সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়। আইসোলেক্সে কাজ করা বিদেশীদের মধ্যে স্পেনের নাগরিক ২১ জন। অন্যরা আর্জেন্টিনা, বুলগেরিয়াসহ কয়েকটি দেশের।