৫৯টি শর্ত উপেক্ষা করে রামপাল বিদ্যুৎকেন্দ্র
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, পরিবেশ অধিদফতরের ৫৯টি শর্ত উপেক্ষা করে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটি স্থাপিত হলে বিস্তীর্ণ অঞ্চলের পানি দূষিত হবে এবং খাদ্য উৎপাদন ব্যাহত হবে। শনিবার (০৪ জুলাই) দুপুরে খুলনা মহানগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘সুন্দরবন রক্ষায় কনভেনশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কনভেনশন থেকে ১৮ থেকে ২০ অক্টোবর খুলনা থেকে সুন্দরবন পর্যন্ত সাংস্কৃতিক অভিযাত্রার কর্মসূচি এবং ১২ সেপ্টেম্বর সাংস্কৃতিক গণসমাবেশের ঘোষণা দেয়া হয়। কনভেনশনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহীদুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন। কনভেনশনে মূল প্রবন্ধ পাঠ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. শহীদুল্লাহ হারুন চৌধুরী।