৬টি উপকেন্দ্র ও বিদ্যুৎ সঞ্চালন লাইন করতে ডিপিডিসি’র চুক্তি  

নিজস্ব প্রতিবেদক:

ডিপিডিসি ৬টি উপকেন্দ্র ও বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করতে দুটি আলাদা চুক্তি করেছে।

বিতরণ ব্যবস্থার সক্ষমতা ও দক্ষতা বাড়াবে। গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

‘ডিপিডিসি’র আওতাধীন এলাকায় উপকেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ ক্যাপাসিটর ব্যাংক এবং স্মার্ট গ্রিড ব্যবস্থার প্রবর্তন” শীর্ষক প্রকল্পের কারণে কারিগরি ও অকারিগরি উভয় লোকসান কমবে। নিরাপত্তা নিশ্চিত হবে।

চুক্তির অধীনে ৬টি নতুন উপকেন্দ্র নির্মাণ, একটি বিদ্যমান উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি ও বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। যা বাস্তবায়িত হলে ডিপিডিসি’র নিয়ন্ত্রণাধীন এলাকায় ১৩২কেভি লেভেলে ৪৮০ এমভিএ ও ৩৩কেভি লেভেল ৫২৫ এমভিএ বিদ্যুৎ সরবরাহ বাড়বে। পাওয়ার ফ্যাক্টর ০.৮৫ হতে ০.৯০ এ উন্নীত হবে। এছাড়া স্মার্ট গ্রিড ব্যবস্থা প্রবর্তনের ফলে মিটার ও ট্রান্সফরমারকে অনলাইন মনিটরিং এর আওতায় আনা যাবে যার মাধ্যমে রক্ষণাবেক্ষণ সময় ও খরচ কমবে।

এএফডি’র অর্থায়নে দুই পর্বে এই কাজ হবে। প্রথম পর্বের জন্য ডিপিডিসি’র সাথে যৌথভাবে ভেনচার অব লারসেন এন্ড টারবো লিমিটেড ও এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চুক্তি হয়েছে। আর দ্বিতীয় পর্বের জন্য ভেনচার অব এসপিটিডিই এবং রিভারি পাওয়ার এন্ড অটোমশেন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চুক্তি হয়েছে।

ডিপিডিসি’র পক্ষ থেকে চুক্তিতে কোম্পানি সচিব মো: আসাদুজ্জামান এবং জয়েন্ট ভেনচার অব লারসেন, টারবো এন্ড এনার্জিপ্যাক পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সুব্রত দত্ত গুপ্ত এবং জয়েন্ট ভেনচার অব এসপিটিডিই এবং রিভারি পাওয়ার লিমিটেডের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু বকর সিদ্দিক চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেন। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করতে হবে।

এসময় ডিপিডিসি’র নির্বাহী পরিচালক মো. শাহরিয়াজ, নির্বাহী পরিচালক (অর্থ) মো. গোলাম মোস্তফা, নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো: গিয়াস উদ্দিন জোয়ার্দার, নির্বাহী পরিচালক (আইসিটি এন্ড প্রকিউরমেন্ট) আবদুল্লাহ নোমান, প্রকল্প পরিচালক, রিভারি পাওয়ার এন্ড অটোমশেন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।