৭২ ঘণ্টা কম থাকবে গ্যাসের চাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি ২০২৫)

শুক্রবার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এজন্য ঐ সময় দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

এসময় অন্য ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এ টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।