৮০ ভাগ অনুদানে সৌর বিদ্যুৎ

সৌর প্যানেল

প্রত্যন্ত এলাকায় ৮০ শতাংশ অনুদান দিয়ে সৌর বিদ্যুৎ পৌছে দেয়া হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে রংপুর ও লালমনিরহাটের প্রত্যন্ত এলাকায় সৌর বিদ্যুৎ দেয়া হচ্ছে।
সম্প্রতি পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের এক সভায় রংপুর ও লালমনিরহাটের প্রত্যন্ত এলাকায় সৌর বিদ্যুৎ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এই বিদ্যুৎ দেবে। মোট খরচের  ৮০ শতাংশ অনুদান দেবে সরকার। বাকীটা দিতে হবে গ্রাহককে।
সূত্র জানায়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এ প্রকল্পে খরচ হবে ৪৭ কোটি ৪২ লাখ ৮৫ হাজার টাকা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ১০ ইউনিয়ন এবং লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার এক ইউনিয়নের দূরবর্তী এলাকাগুলোর বাড়িতে সৌরবিদ্যুৎ সরবরাহ করা হবে।
ওই ইউনিয়নগুলোতে বিদ্যুৎহীন ১২ হাজার ১৭০ পরিবার আছে। প্রতি পরিবারে ৬৫ ওয়াটের সৌর প্যানেল বসানো হবে। ৬৫ ওয়াটে এক বাড়িতে প্রতিদিন অন্তত তিনটে বাল্ব জ্বালানো যাবে।