আশুগঞ্জ ও হরিপুর কেন্দ্রর মেয়াদ বাড়লো
আশুগঞ্জ ৫৩ এবং হরিপুর ১১০মেগাওয়াট ভাড়ায় আনা বিদ্যুৎ কেন্দ্র দুটির মেয়াদ বাড়ানো হয়েছে। আশুগঞ্জ পাঁচ বছর এবং হরিপুর এক বছরের জন্য বাড়ানো হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ত্রক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সংশ্লিষ্ঠ অন্যমন্ত্রীরা এসময় উপস্থিত ছিলেন।
দুটি কেন্দ্ররই বিদ্যুতের দাম কমানো হয়েছে। আশুগঞ্জ কেন্দ্রর বিদ্যুতের দাম ছিল প্রতি ইউনিট গড়ে পাঁচ টাকা এখন করা হয়েছে তিন টাকা ২৮ পয়সা। হরিপুরের আগে ছিল ১৮ টাকা এখন করা হয়েছে।
এছাড়া গতকালের সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৮ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় ৫১ কোটি ৩৫ লাখ টাকা দিয়ে ১২ হাজার ৫০ কিলোমিটার এবং ১০২ কোটি ৩৯ লাখ টাকা দিয়ে ১৯ হাজার ১৬০ কিলোমিটার বিদ্যুৎ লাইন কেনার অনুমোতি দেয়া হয়েছে। একই সাথে পল্লী বিদ্যুৎ সমিতির একই প্রকল্কেপ্পর আওতায় ৬২ কোটি ৫৫ লাখ টাকা দিয়ে পাঁচ লাখ ৬০ হাজার মিটার কেনার অনুমোতি দিয়েছে সরকারি ক্রয় কমিটি।