নগরজুড়ে গ্যাসে মেশানো গন্ধ, ফায়ার সার্ভিসের সতর্কতা

নিজস্ব প্রতিবেদন:

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একই সাথে গ্যাস মেশানো গন্ধ ছড়িয়ে পড়ে। এতে নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকিং করে এই সময়ে গ্যাসের চুলা বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
তবে রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
নগরবাসীর অভিযোগের ভিত্তিতে সেই সব স্থানে গিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কারিগরি দল মেরামত করে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাস) এর ব্যবস্থাপনা পরিচালক এনার্জি বাংলাকে বলেন, রাতেই সমস্যা সমাধানে কাজ শুরু হয়েছে। আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকেও রাজধানীবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়।
সোমবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে প্রাকৃতিক গ্যাসের সাথে মেশানো গন্ধ পেয়ে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই চুলা বন্ধ রাখে। আতংকিত হয়ে কাউকে কাউকে
রাইজারের লাইন বন্ধ করার খবর পাওয়া যায়।
রাজধানীতে প্রত্যেক ফায়ার সার্ভিস স্টেশনকে সর্তক করে ফায়ার সার্ভিসের সদর দপ্তর। ইউনিট গুলো সার্বক্ষণিক প্রস্তুত থাকতে বলা হয়। বেশ কয়েকটি ইউনিট বের হয় টহলে।
মন্ত্রণালয়ের ফেইসবুক পাতায় মধ্যরাতে এক বিশেষ ঘোষণায় বলা হয়- ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে৷ তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে৷ নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয় ঐ ঘোষণায়।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেইসবুক পাতায়ও এই ঘোষণা শেয়ার করে লিখেছেন, নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
সায়েদাবাদ, খিলগাঁও, , তেজগাঁও, মহাখালী, হাজারীবাগসহ বিভিন্ন এলাকা থেকে রাত ১০টার পর গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ আনতে থাকে নগরবাসী।
রাজধানীর মালিবাগ, শান্তিবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা এলাকায় ম্যানহোল থেকে গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ আনতে থাকে নগরবাসী। রাত ১০টার এই অভিযোগ বাড়তে থাকে। কেউ ফায়ার সার্ভিসে, কেউ তিতাসে কিংবা কেউ কেউ জাতীয় হটলাইন ৯৯৯ এ অভিযোগ জানায়।
পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে।