শেভরন-এর বিশ্বব্যাপি গুরুত্বপূর্ণ অনুসন্ধান ও উৎপাদন সম্পদের নেতৃত্ব দেবেন হাভিয়ের লা রোসা
সংবাদ বিজ্ঞপ্তি, ঢাকা (বুধবার, ২৫ শে জুন, ২০২৫ ):
শেভরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক সম্পদ সম্বলিত বৃহৎ একটি পোর্টফোলিও পরিচালনার দায়িত্ব পেয়েছেন হাভিয়ের লা রোসা। ‘বেজ অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ (BAEC)’ বিভাগের নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামী ১ জুলাই, ২০২৫ তারিখ থেকে তিনি দায়িত্ব বুঝে নেবেন এবং যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত শেভরন-এর সদরদপ্তর থেকে কাজ করবেন।
হাভিয়ের লা রোসা বেজ অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ (BAEC) এর কৌশলগত নেতৃত্ব প্রদানসহ সামগ্রিক কর্মদক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবেন। উক্ত পোর্টফোলিও-তে রয়েছে- পার্টিশনড জোন (কুয়েত ও সৌদি আরবের মাঝামাঝি অবস্থিত), যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোয়াকিন ভ্যালি এবং ভেনেজুয়েলার হেভি অয়েল অ্যাসেটস; বাংলাদেশ ও থাইল্যান্ডের গ্যাস সম্পদ; যুক্তরাজ্য, কানাডা ও চীনের কিছু নন-অপারেটিং যৌথ উদ্যোগ। পোর্টফোলিও-তে আরও আছে মিশর ও সাইপ্রাস-এর মতো দেশ, যেখানে নতুনভাবে সম্ভাবনাময় সম্পদ গড়ে উঠছে; এবং ইন্দোনেশিয়ার মতো দেশ, যেখানে আগে থেকেই প্রাকৃতিক সম্পদ রয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেভরন কর্পোরেশন ঘোষণা দেয়, তারা প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো সহজতর করা, কাজের গতি ও দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় শক্ত অবস্থান ধরে রাখার প্রস্তুতি নিচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই হাভিয়ের লা রোসা নতুন দায়িত্বে নিয়োগ হয়েছেন।
নতুন দায়িত্ব সম্পর্কে হাভিয়ের লা রোসা বলেন, “এই নতুন দায়িত্ব আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি মনে করি, বিশ্বাস ও নির্ভরযোগ্যতা হলো অংশীদারিত্ব গঠন ও দীর্ঘস্থায়ী করার মূল চাবিকাঠি। ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের মধ্যকার অংশীদারিত্বই নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী এবং পরিবেশ-বান্ধব জ্বালানি সরবরাহে মূল ভূমিকা রাখে।” এর আগে, হাভিয়ের লা রোসা আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের শেভরন ল্যাটিন আমেরিকার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভেনেজুয়েলা, ব্রাজিল ও কলম্বিয়ায় শেভরনের কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া, তাঁর ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে জিওথার্মাল কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে। তিনি আরও বলেন, “আমি আর্জেন্টিনা থেকে ব্যাপক প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আমার বিশ্বাস, আমরা আর্জেন্টিনার ভ্যাক্বা মুর্তা শেল প্লে ও এই অঞ্চলের বিশাল সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারবো।”
উল্লেখ যে, এরিক ওয়াকার শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর দায়িত্বে বহাল থাকবেন ।