হাইটেক পার্কের অবকাঠামো নির্মাণ করবে সামিট
হাইটেক পার্কের অবকাঠামো নির্মান করবে সামিট। এ বিষয়ে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির সঙ্গে সামিট ইন্ডাষ্ট্রিয়াল অ্যান্ড মার্চেন্টিয়াল কর্পোরেশন (এসআইএমসিএল) এবং ভারতীয় কোম্পানি ইনফিনিটির যৌথ কনসোর্টিয়াম এসআইএমসিএল-ইনফিনিটির চুক্তি স্বাক্ষরিত (কনসেশন এগ্রিমেন্ট)হয়েছে।
রোববার রাজধানীর হোটেল র্যাডিসন ব্ল– ওয়াটার গার্ডেনে এ চুক্তি সাক্ষরিত হয়। চুক্তিতে সাক্ষর করেন এসআইএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান এবং হাইটেক পার্ক এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আগামি বিশ্বের কাছে হাইটেক পার্কের কারণে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে উপস্থাপিত হবে। একটি মেধাভিত্তিক, ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন। এ চাহিদা পুরণের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি জানান, হাইটেক পার্কে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেয়ার জন্য একটি আলাদা বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ এই পার্কেই সরবরাহ করা হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্ত বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদাকের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি সাক্ষর অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এটি একটি ঐতিহাসিক দিন। হাইটেক পার্ক স্থাপনের ফলে আগামী ১০ বছরে ৭০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সামিট গ্রপের চেয়ারম্যান আজিজ খান বলেন, আগামী ১০ বছরে ২১০ মিলিয়ন ডলার আমরা বিনিয়োগ করবো। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে সঙ্গে পরিকল্পনাও পরিবর্তন হতে পারে। হাইটেক পার্কে বিনিয়োগের জন্য বিশ্বখ্যাত কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানানো হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের কালিয়াকৈরে এই হাইটেক পার্কের ২ এবং ৫ নম্বর ব্লকের অবকাঠামো উন্নয়ন করবে এ কনসোর্টিয়াম। পার্কের অবকাঠামো উন্নয়নের পর ৪০ বছর এর ব্যবস্থাপনায় থাকবে এসআইএসসিএল-ইনফিনিটি। প্রতিষ্ঠানটি হাইটেক পার্কের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬৩৮ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
২০১৪ সালে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এসআইএমসিএল-ইনফিনিটিকে হাইটেক পার্কের নির্মাণ অনুমোদন করে।