তৌফিক-ই-ইলাহীকে উপদেষ্টা নিয়োগে ক্ষোভ প্রকাশ

 

 

তৌফিকইলাহী চৌধুরীকে সরকারের জ্বালানি উপদেষ্টা নিয়োগ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তেলগ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্বন্দর রক্ষা জাতীয় কমিটিনেতারা বলেন, জাতীয় সম্পদ নিয়ে জাতীয় স্বার্থবিরোধী অপতত্পরতার অন্যতম ভূমিকা পালনকারী ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তৌফিকইলাহীকে জ্বালানি উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছেএই নিয়োগ দুর্নীতিবাজ ও বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষার কাজকেই অগ্রসর করবে

গতকাল গ্রীণ রোডের জাহানারা গার্ডেনে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলা হয়কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নুর মোহাম্মদ, প্রকৌশলী ম. ইনামুল হক, প্রকৌশলী কল্লে­াল মোস্তফা, রুহিন হোসেন প্রিন্স, জোনায়েদ সাকী প্রমুখ

সভায় জনমত উপেক্ষা করে সুন্দরবন ধ্বংসের ও জাতীয় স্বার্থবিরোধী রামপাল তাপবিদ্যুত্ প্রকল্প অব্যাহত রাখায় ও জাতীয় স্বার্থবিরোধী পিএসসির অধীনে বঙ্গোপসাগরে কনোকোফিলিপসকে গ্যাসব্লক ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়পাশাপাশি অবিলম্বে রামপাল বিদ্যুত্ প্রকল্প বাতিলের দাবী জানিয়েছেন নেতারাসভায় দেশের গ্যাস বিদ্যুত্ সমস্যা সমাধানে জাতীয় সংস্থার অধীনে স্থলভাগের ব্লকগুলো থেকে যথাসম্ভব বর্ধিত হারে গ্যাস উত্তোলন, বন্ধ রাষ্ট্রীয় বিদ্যুত্ কেন্দ্রগুলো মেরামত ও নবায়ন এবং বড় বিদ্যুেকন্দ্র স্থাপনসহ জাতীয় কমিটির ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়