নতুন অর্থ বছরের বাজেট পাশ: জ্বালানি আমদানিতে খরচ কমবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ২২শে জুন ২০২৫):
অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পাস করা হয়েছে।
বড় কোনো পরিবর্তন ছাড়াই ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পাশ করা হলো।
রোববার বাজেট পাশ করে সচিবালয়ে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, চমক না থাকলেও চ্যালেঞ্জ আছে। ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুরোনো পথ খুব দোষের নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রস্তাবিত বাজেটে অল্প কয়েকটি পরিবর্তন এনে নতুন অর্থ বছরের জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয়। বৈঠকে কিছু ক্ষেত্রে কর কমানো হয়েছে। বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা খরচ।
মূল্যস্ফীতি কমিয়ে ৬ দশমিক ৫০ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। আর জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য ৫ দশমিক ৫০ শতাংশ। সকল প্রকার আয় ব্যাংকের মাধ্যমে করলে করহার ২০ শতাংশ করা হয়েছে; বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল, ডেন্টাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের কর ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে; সম্পত্তি হস্তান্তর কর কমিয়ে ৮%, ৬% ও ৪% এর বদলে যথাক্রমে ৫%, ৩% ও ২ শতাংশ করা হয়েছে।
নতুন সময়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেট বাস্তবায়ন সহজ নয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, পুরোনো পথ যে খুব দোষের তা নয়।
কালো টাকা সাদা করার আইন বাতিল করা হয়েছে। তবে রিটার্ন দাখিলের সময় বাড়তি কর দিয়ে টাকা সাদা করা যাবে।
কমানো হয়েছে আমদানি করা পরিশোধিত জ্বালানি তেল, হার্টের রিং, চোখের লেন্সসহ কয়েকটি পণ্যের মূল্য সংযোজন কর বা ভ্যাট।
জ্বালানি তেল আমদানিতে সাড়ে সাত শতাংশ মূল্য সংযোজন কর ছিল। তা কমিয়ে ২ শতাংশ করা হয়েছে।
জাতীয় নির্বাচনের জন্য বাজেটে রাখা প্রয়োজনীয় অর্থের বরাদ্দ। সামরিক নিরাপত্তা ব্যয় কৌশলগত কারণে বাজেটে উল্লেখ করা হয়নি বলে জানান উপদেষ্টা।
অর্থ উপদেষ্টা বলেন, কোনো মেগা প্রকল্প নেইনি। পুরানো অনেক বাদ দিয়েছি। ১৮ লাখ কর ধারীর মধ্যে ১২ লাখ লোক কর দেয় বলে তিনি জানান।
আগামী ১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে।