পঞ্চগড়ে পলিথিনের বিরুদ্ধে অভিযান
পঞ্চগড়ে নিষিদ্ধ পলিথিন কেনাবেচা ও ব্যবহারের বিরুদ্ধে জেলা প্রশাসন সাড়াশি অভিযান শুরু করেছে।
বুধবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট শাহিন রেজার নেতৃত্বে একটি দল শহরের রাজনগন বাজারের বিপনি বিতান, মনোহারী দোকান, কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা নগদ জরিমানাসহ বিপুল পরিমানে পলিথিন জব্দ এবং ১০ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট শাহিন রেজা বলেন, পরিবেশ আইন সংরক্ষণের স্বার্থে নিষিদ্ধ পলিথিন বন্ধ করতে অভিযান শুরু হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে এবং শিগগির জেলাকে পলিথিন মুক্ত ঘোষণা করা হবে।