‘ভবিষ্যৎ বাংলাদেশ’ বিষয়ে রোডশো হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বাংলাদেশের ইতিবাচক বিভিন্ন বিষয়গুলো বিশ্বের উন্নত দেশগুলোর কাছে তুলে ধরতে ‘ভবিষত্ বাংলাদেশ’ শীর্ষক রোডশোর আয়োজন করতে যাচ্ছে সরকার। শিগগিরই এ রোডশো অনুষ্ঠানের আয়োজন করা হবে। ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে রোডশোর আয়োজন করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল বুধবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্টদুত ড্যান ডাব্লিউ মজিনা সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে এসব কথা জানান।
বৈঠক সূত্র জানায়, এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন। ড্যান মজিনা বাংলাদেশের মানুষ ও বিভিন্ন অঞ্চলে ভূয়সী প্রসংশা করেন। তিনি প্রতিমন্ত্রীকে বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি ভ্রমন করেছেন। এসব অঞ্চলে বিভিন্ন আর্থিক সম্ভবনার গুরুত্ব উপলব্দি করেছেন। এ সময় বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, পর্যটন, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি বিষয় আলোচনায় গুরুত্ব পায়। মার্কিন রাষ্ট্রদুত বলেন, বাংলাদেশের ইতিবাচক সংবাদ শুনতে ও বলতে তিনি পছন্দ করেন।
প্রতিমন্ত্রী ড্যান মজিনাকে দীর্ঘদিন বাংলাদেশে কাজ করার জন্য ধন্যবাদ জানান।এ সময় তিনি মজিনাকে বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উত্পাদনে আশানুরূপ সাফল্য পেয়েছে।কয়লা ভিত্তিক বিদ্যুৎ উত্পাদন করার উদ্যোগ নেয়া হচ্ছে।তিনি মধ্যপাড়ার কঠিন শিলা, গ্রানাইটের বিষয়ে মজিনাকে অবহিত করে বলেন এগুলো খুবই উন্নত মানে।এসব খনিজ সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।তিনি বলেন, বাংলাদেশের ইতিবাচক বিষয়গুলো নিয়ে বিশ্বের উন্নত দেশ সমূহে‘ব্যান্ডিং বাংলাদেশ’ বিষয়ক রোডশোর আয়োজন করা হবে।এতে বাংলাদেশের পর্যটন, খনিজ সম্পদ ও‘ভবিষ্যৎ বাংলাদেশ’ স্থান পাবে।